বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে নতুন আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১জনে। এ নতুন চারজন করোনা রোগীর মধ্যে দু’জন শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ ও খেজুরবাগ সাতপাখি এলাকার। এদের একজনের বয়স হবে ৫৫বছর যিনি সাতপাখি এলাকায় একটি মাদ্রাসার বাবুর্চি । তিনি ওই মাদ্রাসার একটি মসজিদে আযানও দিতেন। অপরজনের বয়স হবে আনুমানিক ২৪বছর।অপরদিকে অন্য দু’জনের একজন কালিন্দী ইউনিয়নের কালিন্দী এলাকার যার বয়স হবে ৪০বছর।আর অন্যজন হচ্ছে আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার। তার বয়স হবে আনুমানিক ৩৫বছর। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন আজ বৃহস্পতিবার(১৬এপ্রিল) এতথ্যটি নিশ্চিত করেছেন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে এখন চরম আতংক বিরাজ করছে। এদিকে সাধারন মানুষকে ঘরে থাকতে ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে প্রশাসনকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। কালিন্দী ইউনিয়নের বরিশুড় বাজার,, জিনজিরা ইউনিয়নের জিনজিরা বাজার, , আগানগর ইউনিয়নের আগানগর বাজার, কালিগঞ্জ বাজার গোলাম বাজার, পারগেন্ডারিয়া বাজার,হাসনাবাদ বাজার,ইকুরিয়া বাজার,আব্দুল্লাহপুর বাজার, আটি বাজার ,কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার, ইষ্টান্ড বাজার ও কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি ও কলাতিয়া বাজারে মানুষের উপচেপড়া ভীর লেগেই থাকে। সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত বাজারের সময় দেয়ায় মানুষের এই উপচেপড়া ভীর পড়েছে বলে নাম প্রকাশে একাধিক ব্যক্তিরা জানিয়েছেন। তারা বাজারের আরো দু’ঘন্টা সময় বাড়ানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।