বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নগরকান্দায় করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে এক নারী (৩৮) মারা গেছেন। তিনি উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের বাসিন্দা।ওই নারী গত কয়েকদিন যাবত সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। তার স্বামী (৫০) ছেলেও করোনা উপসর্গ নিয়ে (২০) অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।
প্রতিবেশী সেলিম ফকির বলেন, ওই নারীর ছেলে পেশায় ভ্যানচালক। ধারনা করা হচ্ছে তার ছেলেই বাইরে থেকে করোনাভাইরাস বহন করে বাড়ীতে এনেছেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে একটি মেডিকেল টিম পাঠিয়ে হাসি বেগম, তার স্বামী হায়দার শিকদার ও পুত্র আবুল বাশারের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যেতি প্রু বলেন, এ ঘটনার পর ওই বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মৃত ওই নারীর দাফন ও কাফনের জন্য ইসলামী ফাউন্ডেশন হতে একটি দল ওই বাড়িতে যায়।
চরযশোরদী ইউনিয়ন চেয়ারম্যান আরিফুর রহমান পথিক জানান, প্রতিবেশী ও বাড়ির লোকেরা মুর্দার গোসল ও দাফনে অনিহা জানালে ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত হয়ে তার গোসল ও জানাযা পড়ান। এরপর বিকেলে তাকে কবরে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।