Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে চিকিৎসকদের বাসা ছাড়তে বললেই ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৬:২৪ পিএম

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের বাসা ছেড়ে দিতে কোন কোন এলাকায় বাড়িওয়ালারা নোটিশ দিচ্ছে। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোন বাড়িওয়ালা এ ধরনের নোটিশ দিলে পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার নগর পুলিশের এক প্রেস ব্রিফিং থেকে বলা হয়, চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত্রি কাজ করে যাচ্ছেন। জাতির এই দুর্দিনে তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু বাড়িওয়ালা তাদের বাসা ভাড়া দিতে অসহযোগিতা করছেন। এমনকি বাসা ছেড়ে দেয়ার জন্যও চাপ দিচ্ছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। ভুলে গেলে চলবে না যে, চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ