Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরের সালথায় সংসদ উপনেতার খাদ্যসামগ্রী বিতরণ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৫:৩৮ পিএম

ফরিদপুরের সালথা উপজেলার সাড়–কদিয়ায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর অতি দরিদ্রদের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকালে সাড়–কদিয়া স্কুলমাঠে চায়ের দোকানদারদের হাতে সাহায্য তুলে দেয়ার সময় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর জানান, উপজেলার আটটি ইউনিয়নের ১২শ চায়ের দোকানদারদের মধ্যে ব্যাক্তিগত অর্থায়নে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া এরই মধ্যে উপজেলার পাঁচ হাজার মানুষের মধ্যে সরকারী ও ব্যক্তিগতভাবে খাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আটঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মদ ফকির উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ