Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বৃদ্ধ’র মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৫:৩৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মো.নান্নু মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে। সে পেশায় কৃষক। করোনা সনাক্তের জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্্েরর কর্তব্যরত চিকিৎসক ডা.সাইমুন সুলতানা শান্তা জানান, তাকে ভর্তি দেয়ার পর অবস্থা খারাপ শুনে রোগীদের কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার শ্বাস কষ্ট, হাইপারটেনশন ছিল।
চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিণ্টু তালুতদার জানান, তার ইউনিয়ন পরিষদের এক সদস্য’র কাছ থেকে মৃত্যুর সংবাদটি পেয়েছেন। সে অনেকে বয়স্ক। তবে সে আগে থেকেই শ্বাস কষ্টের রোগী ছিলেন বলে তিনি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, রেগীর বর্তমান উপস্বর্গ ও আগের চিকিৎসা পত্র দেখে মনে হচ্ছে হার্ড এ্যাটাকে তার শ্বাস কষ্ট হয়েছিল। তবে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ