Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বগুড়াতেই করোনা পরীক্ষা শুরু হচ্ছে...

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৫:০৪ পিএম

করোনা পরিস্থিতির পর থেকে এখন পর্যন্ত বগুড়ায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

বগুড়া সিভির সার্জন অফিসের পরিসংখ্যান অনুযায়ি বগুড়ায় এপর্যন্ত ১৯১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে ১০২৭ জন বিদেশ ফেরত এবং ৮৮৯ জন রাজধানী ঢাকা,গাজীপুর,নারায়নগঞ্জ সহ অন্য জেলা থেকে আগত। পাশাপাশি এপর্যন্ত ৯৮৯ জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন বলে জানান পরিসংখ্যান শাহেরুল ইসলাম।
এদিকে আগামী সপ্তাহ থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেই করোনা পরীক্ষা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী । তিনি জানান, সেখানে প্রতিদিন ৯৬ টি নমুনা করা সম্ভব হবে ।
এছাড়া বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডেও জন্য সরকারিভাবে ৮টি অতিরিক্ত ভেন্টিলেটর সরবরাহ এসেছে। ফলে করোনা চিকিৎসার সক্ষমতাও বাড়বে এর ফলে ।
তিনি জানান, এপর্যন্ত মোট ২২টি নমুনার পরীক্ষার ফলাফলে একটিও পজিটিভ না আসায় এখন পর্যন্ত অফিসিয়াল রেকর্ড অনুযায়ি করোনা মুক্ত রয়েছে বগুড়া ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ