বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রথমবারের মতো শেরপুরে দুই নারী করোনা রোগী সনাক্তের ১১দিন পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আজ দুপুরে তাদের জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ড থেকে এ্যম্বুলেন্সযোগে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, ওই দুই নারী করোনা রোগীর মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (খোদেজা বেগম) ও আরেকজন সদরের মধ্যবয়রা এলাকার গৃহিনী (শাহিনা বেগম)। গত ৫ এপ্রিল তারাই প্রথম শেরপুরে করোনা রোগী হিসেবে সনাক্ত হয়। ওইদিনই আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয় এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চিকিৎসা দেওয়া হয়। পর পর তিনবার নমুনা পরীক্ষার পর করোনা নেগেটিভ আসায় আজ তাদের সুস্থ্য বলে নিশ্চিত করা হয়েছে।
তাদের করোনা মুক্তিতে ওই দুই নারীও সন্তোষ প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।