Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৪:২৮ পিএম

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে বাঁকাল ইসলামপুর চরের ভূমিহীনরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভে নেতৃত্ব দেন, সিপিবি’র সাতক্ষীরা জেলা সভাপদি আবুল হোসেন, ক্ষেত মজুর সমিতির জেলা সভাপতি ইয়ার আলী, আ’লীগের স্থানীয় নেতা আশরাফুল আলম, মাসুম বিল্লাহ প্রমূখ।

পরে ত্রাণ পাইয়ে দেয়ার আশ^াস দিয়ে তাদেরকে ছত্র-ভঙ্গ করে দেয় পুলিশ।

আবুল হোসেন জানান, বাঁকাল এলাকার ইসলামপুর চর এলাকায় ভূমিহীন জনপদে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করে। এ পর্যন্ত সেখানকার কেউ ত্রাণ পায়নি। বারবার বলার পরেও স্থানীয় কাউন্সিলর কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নামতে হয়েছে তাদের।

তবে ইসলামপুর চরে ২শ’ পরিবারকে দেড় হাজার করে টাকা দেওয়া হয়েছে জানিয়ে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, সেখানে দেড় হাজারের মত ভোটার রয়েছে। ২শ’ জনকে চালের কার্ড করে দেওয়া হয়েছে। বরাদ্দ সাপেক্ষে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও হবে।

এ ব্যাপারে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ত্রাণ বঞ্চিত মানুষ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছে, এমন সংবাদে সেখানে উপস্থিত হই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে ত্রাণ পাইয়ে দেয়ার আশ^াস দিলে তারা অবস্থানে চলে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ