বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ক্রমশ: বাড়ছে সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রম। বিভাগের ৩টি জেলার মধ্যে সিলেটে এখন বেড়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে সিলেটের। এনিয়ে সিলেটে এখন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। যা সিলেট বিভাগের অন্য কোন জেলার চেয়ে বেশী। করোনায় আক্রান্ত বয়সে তরুণ দু‘ জনের মধ্যে একজনের বাড়ী গোয়ানঘাট উপজেলা ও অপরজনের বাড়ী জৈন্তাপুর উপজেলায়। তারা জানা গেছে। গত ৫ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। সিলেটের প্রথম করোনা রোগী ছিলেন তিনিই। গতকালবুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে মৌলভীবাজারেও মারা যাওয়া এক ব্যবসায়ীর শরীরে ৫ এপ্রিল ধরা পড়ে কোভিভ-১৯। ৪ এপ্রিল সকালে নিজ বাড়ীতে শরীরে জ্বর থাকা অবস্তায় মারা গিয়েছিলেন তিনি। এরপর সংশ্লিষ্টরা এসে তার শরীরের নমুনা পরীক্ষা করে অস্তিত্ব পায় করোনাভাইরাসের । হবিগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসের একজন রোগী পাওয়া গেছে। গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা এক ট্রাক চালকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এখন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । তার বাড়ী রাঙ্গামাটি জেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।