Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

এরদোগানের স্মার্টফোন

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সেনাবাহিনীর একদল সদস্য যখন অভ্যুত্থান ঘটিয়েছিল, তখন রাজধানী আঙ্কারা থেকে সাড়ে ৬০০ কিলোমিটার দূরে উপকূলীয় মারমারিস শহরে অবকাশযাপনে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোগান। গত শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহী সৈন্যরা অভ্যুত্থানের পর ফেইসবুকসহ নানা অ্যাপ বন্ধ করে রাজধানী ও দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের বাসিন্দাদের ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধই করে দিয়েছিল। কিন্তু দূর শহরে থাকা এরদোগান তখন জনসাধারণের সঙ্গে যোগাযোগের জন্য তার স্মার্টফোনটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন এবং তা কার্যকরও হয়। নিজের আইফোনে অ্যাপলের ফেইস টাইম অ্যাপ ব্যবহার করে একটি ভাষণে এরদোগান তখন অভ্যুত্থান ঠেকাতে জনগণকে রাজপথে, বিমানবন্দরে অবস্থান নেয়ার আহ্বান জানান। ফেইস টাইমে দেয়া তার ওই বক্তব্য সিএনএন-তুর্ক টেলিভিশনে দেখানো হয়। এরদোগান বলেন, তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছিÑ জড়ো হন রাজপথে, বিমানবন্দরগুলোতে। তাদের কাছে ট্যাংক-কামান থাকতে পারে, কিন্তু জনগণের চেয়ে বড় কোনো শক্তি নেই। তারপর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। যেসব স্থানে সৈন্যরা সন্ধ্যা থেকে অবস্থান নিয়েছিল, সরকার সমর্থকরা দলে দলে নেমে সেসব স্থানগুলোতে অবস্থান নেয়। একপর্যায়ে সৈন্যরা আত্মসমর্পণ করেন পুলিশের কাছে। বিবিসি, রয়টার্স, এপি ও আলজাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগানের স্মার্টফোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ