বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে ১০বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে করোনার উপসর্গে। আজ বৃহস্পতিবার বেসরকারী একটি হসপিটাল থেকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। শিশুর পরিবার নগরীর প্রবাসী পল্লী হিসেবে খ্যাত উপশহরের একটি বস্তিতে বসবাস করে।
গত কয়েকদিন ধরে জ্বর, শর্দি, কাশি রোগে ভুগছিল এ মেয়ে শিশুটি। বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা প্রথমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির করোনার লক্ষণ দেখে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু শিশুটির স্বজনরা তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের পরিবতর্তে নিয়ে যান ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ্ওই মেয়ে শিশুকে। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এছাড়া জানান তিনি, জ্বর, শর্দি, কাশিসহ করোনার কিছু উপসর্গ থাকায় আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।