Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার মানুষের পাশে সঙ্গীতশিল্পী সালমার সাফিয়া ফাউন্ডেশন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১:৫২ পিএম

এবার কুষ্টিয়া ও দৌলতপুর অঞ্চলের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লোজআপ তারকা মৌসুমী আক্তার সালমার সাফিয়া ফাউন্ডেশন।

এর আগে কয়েকদফায় ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে সাফিয়া ফাউন্ডেশন। প্রথমে ঢাকার উপকণ্ঠের দরিদ্রশ্রেণীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর শিশুখাদ্য বিতরণ করেন। এবার ঢাকার বাইরে যাচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে সালমার এই সংস্থাটি। সালমা বলেন, সেচ্ছ্বাসেবক সংকট ও লক ডাউনের কারণে ঢাকার বাইরে কাজ করা খুবই কঠিন। তারপরও,যতটুকু সম্ভব তারাগুনিয়া,দৌলতপুরের প্রায় ২০০ পরিবারের পাশে দাড়িয়েছে সাফিয়া ফাউন্ডেশন। সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করবে সংস্থাটি।

সালমা বলেন, আপনিও বসে না থেকে ঝাপিয়ে পড়ুন মানুষের বিপদে। সেচ্ছ্বাসেবক হিসেবে এগিয়ে আসা ছোট ভাইগুলো কে সাফিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তোমরা এগিয়ে না আসলে এই মুহূর্তে দৌলতপুর,কুষ্টিয়া অঞ্চলে কাজ করা সম্ভব ছিলো না।

সালমার ছোট মেয়ের নামেই সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’। এই এনজিও’এর চেয়ারম্যান সালমা, মহাসচিব তার স্বামী। আগামীতে সারাদেশে এর কাজ ছড়িয়ে দিবে বলে জানান সালমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ