প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতজুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় দিনমজুর ও অসহায়দের পাশাপাশি সংকটে পড়েছেন মুম্বইয়ের কিছু নিম্ন মধ্যবিত্র গণমাধ্যম কর্মীরা। এবার তাদের পাশে দাঁড়ালেন অভিনেতা হৃত্বিক রোশন।
এমনটা জানা গেছে খ্যাতনামা সংবাদকর্মীদের ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম পোস্ট থেকে। সেখানে বলা হয়েছে, ''গোটা পৃথিবী এই মুহূর্তে কঠিন সমস্যার মধ্যে দিয়ে চলছে। কিছু সংস্থা বেতনে কাটছাঁট করা শুরু করেছেন। আবার বেশকিছু মিডিয়া হাউস বন্ধও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। আমার একটা বড় টিম রয়েছে, যারা রাস্তায় বের হয়ে তারকাদের ছবি তোলেন। এই পরিস্থিতিতে আমাদের আয়ের সেই উৎস বন্ধ। আমার নিজের পরিবার ছাড়াও আরও ১৫ জন রয়েছেন, যাদের উপার্জন নির্ভর করে আমার ছবির সাবস্ক্রিপশন ও ইনস্টা পোস্টের মাধ্যমে। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন হৃত্বিক রোশন। তিনি কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
হৃত্বিক রোশনের এমন মানবিকতার জন্য ভাইরাল ভায়ানির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।