Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নাচোলের কসবা ইউপির কর্মহীন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১২:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ১ নং কসবা ইউনিয়নের কর্মহীন বিভিন্ন পেশাজীবী ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণের চাউল বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ১ নং কসবা ইউপি চত্বরে ৬ নং ওয়ার্ডের কলাবনা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুনকে ১০ কেজি চাউলের ১টি প্যাকেট হাতে তুলে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রাকিব আলী, ৬ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম ও সংরক্ষিত সদস্য লাইলি আক্তার এবং সেচ্ছাসেবক দলের টিম লিডার মাহফুজুর রহমান। এব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের জিআর প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সাড়ে ৮ মেট্রিক টন চাউল ১ নং কসবা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের তালিকাভুক্ত ৮শ’ ৫০ জন বিভিন্ন পেশাজীবী কর্মহীন ও দরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল ৯ জন সরকারী কর্মকর্তা (ট্যাগ অফিসার)-এর মাধ্যমে সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ