Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় রাতের আঁধারে বেদে পল্লীতে ওসির খাদ্য সামগ্রী বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১২:১২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনাভাইরাস মহামারি সতর্কতায় ক্ষতিগ্রস্থ বেদে পল্লীতে বুধবার রাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ অ জ মো. মাসুদুজ্জামান। পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের পক্ষে অফিসার ইনচার্জ আ,জ,মো মাসুদুজ্জামান পৌর শহরের বেদে পল্লীতে গিয়ে বেদেদের হাতে খাদ্য সামগ্রী  তুলে দেন।

 

রাতের আঁধারে ওসি খাদ্য সামগ্রী নিয়ে হাজির হওয়ায় অসহার বেদে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠে।  বেদেরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ঘরে অবস্থান করছেন। তাদের কোনো আয়-রোজগার না থাকায় তারা মানবেতর জীবন যাপন করচিলেন। ওসির হাত থেকে খাদ্য সহায়তা পেয়ে তারা মহাখুশি।

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ মো. মাসুদুজ্জামান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সবাইকে ঘরে থাকতে বলেছেন। বেদেরা সরকারী নির্দেশে ঘওে অবস্থান করায় আর্থিক সংকটে পড়েছেন। তাদের কোনো আয়ের পথ নেই। তাই পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খানের পক্ষ থেকে খাদ্য এ সামগ্রী বিতরণ করা হলো।

 

gVevwoqvq iv‡Zi Auvav‡i ‡e‡` cjøx‡Z Iwmi Lv`¨ mvgMÖx weZiY

 

gVevwoqv (wc‡ivRcyi) Dc‡Rjv msev``vZv t wc‡ivRcy‡ii gVevwoqvq K‡ivbvfvBivm gnvgvwi mZK©Zvq ÿwZMÖ¯’ †e‡` cjøx‡Z eyaevi iv‡Z Lv`¨ mvgMªx weZiY K‡i‡Qb gVevwoqv _vbvi Awdmvi BbPvR© A R ‡gv. gvmy`y¾vgvb| wc‡ivRcyi †Rjv cywjk mycvi †gv. nvqvZzj Bmjvg Lv‡bi c‡ÿ Awdmvi BbPvR© Av,R,‡gv gvmy`y¾vgvb ‡cŠi kn‡ii †e‡` cjøx‡Z wM‡q †e‡`‡`i nv‡Z Lv`¨ mvgMªx  Zy‡j †`b|

 

iv‡Zi Avuav‡i Iwm Lv`¨ mvgMÖx wb‡q nvwRi nIqvq Amnvi †e‡` cwiev‡ii m`m¨‡`i gy‡L nvwm dz‡U D‡V|  †e‡`iv Rvbvb, miKv‡ii wb‡`©kbv Abyhvqx Zviv N‡i Ae¯’vb Ki‡Qb| Zv‡`i †Kv‡bv Avq-‡ivRMvi bv _vKvq Zviv gvb‡eZi Rxeb hvcb KiwP‡jb| Iwmi nvZ †_‡K Lv`¨ mnvqZv †c‡q Zviv gnvLywk|

 

gVevwoqv _vbvi Awdmvi BbPvR© Av R ‡gv. gvmy`y¾vgvb e‡jb, K‡ivbv fvBivm c«wZ‡iv‡a miKvi mevB‡K N‡i _vK‡Z e‡j‡Qb| †e‡`iv miKvix wb‡`©‡k N‡I Ae¯’vb Kivq Avw_©K msK‡U c‡o‡Qb| Zv‡`i †Kv‡bv Av‡qi c_ †bB| ZvB wc‡ivRcyi †Rjv cywjk mycvi †gvt nvqvZzj Bmjvg Lv‡bi c¶ †_‡K Lv`¨ G mvgMªx weZiY Kiv n‡jv|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ