Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রি

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫৭ এএম

শুধু শহর নয়, গ্রাম পর্যায়ে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছানোর লক্ষে নাটোরের লালপুরে এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেন ডিলার। এসময় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ভোক্তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে এই টিসিবির পণ্য ক্রয় করতে সহায়তা করেন।
টিসিবির পন্যের মধ্যে রয়েছে সয়াবিনের তেল, চিনি, ছোলা ও মসুরের ডাল। প্রতি জন ভোক্তা ২লিটার সয়াবিনের তেল (প্রতি কেজি ৮০ টাকা ), ২ কেজি চিনি (প্রতি কেজি ৫০), ২.৫০ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ ) ও ৫০০ গ্রাম মসুরের ডাল ( ২৫ টাকা) মূল্যে কিনতে পারবেন।
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, ‘সরকারী নির্দেশনা অনুযায়ী শুধু শহর নয় গ্রাম পর্যায়ে মানুষের দোরগড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে পৌরসভার পরে এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। ভোক্তাদের চাহিদা অনুযায়ী আগামীতে টিসিবির পন্য বিক্রয় বাড়ানো হবে বলেও তিনি জানান।’



 

Show all comments
  • শফিকুল ইসলাম ১৬ এপ্রিল, ২০২০, ১:৪৯ পিএম says : 0
    খুব ভালো ব্যবস্হা সব ইউনিয়ন পর্যায় টিসিবির পণ্য দেওয়া হোক। প্রয়োজনে আমরাও টিসিবির পাশে দাড়াতে পারি। আমাদেরকে সুযোগ দেওয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ