Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী ফেরত বাংলাদেশিরা ১৪ দিনের কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১০:৪৬ এএম

সউদী আরব থেকে ফেরা ৩১২ বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন তারা। গতকাল বুধবার রাতে তারা দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হয়। এরপর বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়। বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বাধ্যতামূলক এই কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সউদী এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ফ্লাইটটিতে সউদী আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহযাত্রী এবং সউদীর বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬৮ প্রবাসী ছিলেন।
এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সউদীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ