বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ে রাফি-রিফাত এজেন্সির একটি পণ্যবাহি কাভার্ড ভ্যান থেকে অর্ধ শতাধিক যাত্রী নেমেই জনরোষের ভয়ে পালিয়ে গেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়ে যায়।
কাভার্ড ভ্যান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং তাকে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নেয়া হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির ভাষ্যমতে কাভার্ড ভ্যানটিতে ২৮জনের মতো যাত্রী ছিলো এবং তারা চট্টগ্রাম থেকে এসেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী আব্দুল আজিজ ও তারেক জানান, রাত আটটার দিকে রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে একটি কাভার্ড ভ্যান থেকে দল বেঁধে যাত্রীদের নামতে দেখে পুলিশে খবর দিয়ে তাদের আটকের চেষ্টা করেন স্থানীয়রা। এসময় তাদের ধাওয়া খেয়ে সকলে দিগবিদিক ছোটাছুটি করে বহনকারি ব্যাগসহ টোপলা-টাপলি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে একজনকে আটক করে। স্থানীয়দের ধারণা কাভার্ড ভ্যানটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।