মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় তালেবানদের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও তাতে খুব একটা লাভ হয়নি। মার্কিন সমর্থিত আফগান সরকারের সাথে তালেবানদের বিরোধ এখনও মেটেনি। এ কারণে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সাহায্য কামনা করল যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার আফগানিস্তানের পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত মার্কিন প্রতিনিধি জালময় খলিলজাদ এবং মার্কিন মিশন কমান্ডার জেনারেল অস্টিন স্কট মিলার পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সাথে সাক্ষাৎ করেন। তারা শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। এ সময় বাজওয়া আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির প্রচেষ্টায় পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান। এ বিষয়ে পাকিস্তানের মার্কিন দ‚তাবাসের দেয়া বিবৃতিতে বলা হয়, শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা একদিনের সফরে মঙ্গলবার ইসলামাবাদে যান। সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে বৈঠকে রাষ্ট্রদূত খলিলজাদ ও জেনারেল মিলার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আফগানিস্তানে টেকসই শান্তির জন্য চলমান প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের সামরিক নেতারা মার্কিন প্রচেষ্টার জন্য তাদের সমর্থনকে পুনরায় নিশ্চিত করেছেন এবং এই বিরোধে রাজনৈতিক সমাধানের জন্য এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন।’ দ্য নেশন, ডিপিএ ইন্টারন্যাশনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।