Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন বীনা মজুমদার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৭:৫৪ পিএম

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সারা বিশ্বের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন ডোনাল ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে বসবাসরত কয়েকজন বাংলাদেশী ইতোমধ্যেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সম্প্রতি মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কণ্ঠশিল্পী বীনা মজুমদার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।

বীনা মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র প্রবাসী মিলি সুলতানা ফেসবুকে লিখেছেন, করোনার এই ভয়াল থাবায় পৃথিবীর মায়া ত্যাগ করে ফরিদপুরের বীনা মজুমদার ওপারে পাড়ি মজিয়েছেন। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের মেহমান বানিয়ে নেন।

উল্লেখ্য, বীনা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ