Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায়দের পাশে সাংবাদিক আহমেদ তেপান্তর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

বিশ্বজুড়ে করোনাভাইরাস ভয়াবহতায় লকডাউনে ঘরে বসে না থেকে সম্প্রতি নিজ এলাকায় সমজাকর্মীর ভ‚মিকায় সচেতনতা সৃষ্টিতে হাতে স্প্রে মেশিন কাঁধে সংবাদ হয়েছিলেন সাংবাদিক আহমেদ তেপান্তর। এবার তার প্রচেষ্টায় আরও একটি কার্যক্রম এলাকায় সবার নজর কেড়েছে। তিনি এলাকার অসহায় বন্ধুদের পাশে খাদ্য-সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন। 

গত সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ ও ৫৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই খাদ্য-সামগ্রী উপহার দেন।
এ কার্যক্রমে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন পারভেজ আবীর চৌধুরী, শরীফ চৌধুরী, হারুন উর রশিদ, আসগরসহ প্রমুখ শুভানুধ্যায়ী।
এ ব্যাপারে আহমেদ তেপান্তর বলেন, করোনাভাইরাস মোকাবিলা করার সাধ্য আমাদের করো নাই, তবে সচেতন থাকলে অবশ্যই এই ভাইরাসকে বশে আনা যাবে। আর সেজন্য দরকার সকলের সেচ্ছায় গৃহে প্রবেশ। কিন্তু ক্ষুধার্থ ঘরে থাকার উপদেশ দেওয়া যাবে না। সে জন্য সামর্থ্যের মধ্যে সকলের ঐকান্তিক সহযোগিতায় কিছু মানুষের হাতে খাদ্য-সামগ্রী উপহার দিয়েছি। পাশাপাশি সামাজিক সেবা কার্যক্রমে সহায়তা করার জন্য দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের জোন -৭ এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং কদমতলী থানার পুলিশ সদস্যসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো। এছাড়াও শিগগিরই ঢাকার অন্তত ১৫টি ওয়ার্ডে ব্যাপকভাবে বি্লচিং পাউডার পানি ছিটানো কার্যক্রম শুরু করবো। এ কাজে এলাকা থেকেই সেচ্ছাসেবক ভাইদের উৎসাহ দেওয়া হবে। তাদের মাঝে বিতরণ করা হবে করোনা প্রতিরোধক পোশাক (পিপিই)।



 

Show all comments
  • আমানুর ইসলাম খান (আমান) ১৬ এপ্রিল, ২০২০, ৪:০৫ পিএম says : 0
    অভিনন্দন তেপান্তর। দেশের এই ভয়াবহ পরিস্থিততে যখন নুন আনতে পান্তা ফুরায়, ঠিকসেই মুহূর্তে আপনার এই মহান উদ্যোগ সত্যি প্রশংসর উর্ধ্ব!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ