Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আইএসের হামলার লক্ষ্য ছিল গোয়ার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের গোয়ায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে আইএসের হামলার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। ভারতীয় শাখার আইএস প্রধানের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, ভারত জুড়ে যখন আইএস ব্যাপক বিস্তার ঘটে ঠিক সেসময় তারা এ পরিকল্পনা করে। মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস ) জানায়, আই এস বিস্তারের সময় শফি আরমার এলিয়াস ইউসুফ ইন্ডিয়ান মুজাহিদ গ্রুপ থেকে পালিয়ে আইএস যোগদান করে এবং তরুণদের নিজেদের দলে ভিড়াতে চেষ্টা করে। ভারতীয় শাখার আইএস প্রধান মোদাব্বির এবং ডেপুটি খালিদ আহাম্মেদ আলী নওয়াজউদ্দীন এলিয়াস রিজওয়ান ও তাদের অধীনে অন্যদের আনুগত্যের পরিকল্পনা করে। মহারাষ্ট্র এটিএস মতে, খালিদ বসবাসের জন্য নিরাপদ একটি বাড়ি খুঁজতে অনুরোধ করে এবং গোয়ায় একটি ভূসম্পত্তি ব্রোকার সঙ্গে যোগাযোগ করে ১০ হাজার টাকার একটি বাড়ি ভাড়া করে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের হামলার লক্ষ্য ছিল গোয়ার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ