Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে নতুন আরও তিনজন করোনায় আক্রান্ত, বেড়ে এখন ২৭

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৬:৩৮ পিএম | আপডেট : ৬:৪৩ পিএম, ১৫ এপ্রিল, ২০২০

ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৭জনে। তবে আজ বুধবার(১৫এপ্রিল) যে তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তারা সবাই মহিলা । তাদের তিনজনের বয়স ৩০ থেকে ৬০বছরের মধ্যে। এ তিনজন করোনা রোগীদের মধ্যে একজনের বাড়ি জিনজিরা ইউনিয়নে,অপর দুইজনের একজনের বাড়ি আগানগর ইউনিয়নে এবং অন্যজনের বাড়ি শুভাঢ্যা ইউনিয়নে। এদের মধ্যে দু’জনকে কুর্মিটোলা কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫এপ্রিল জিনজিরা মডেল টাউন এলাকায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । বিশেষ করে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কোন্ডা ,কালিন্দী ও শাক্তা ইউনিয়ন এখন চরম করোনা ঝুঁকিতে রয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জবাসী যদি ঘরে না থাকে এবং সামাজিক দুরুত্ব বজায় না রেখে চলে তাহলে এলাকায় করোনা সংক্রমন দ্রæত ঘটার সম্ভাবনা রয়েছে।তিনি কেরানীগঞ্জবাসীকে কষ্ট হলেও তাদেরকে ঘরে থাকার ও সামাজিক দুরুত্ব বজায় রেখে চলার আহবান জানিয়েনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ