Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণপাড়ায় করোনায় আক্রান্ত যুবকের পরিবারের শিশুসহ ৬ জনের নমুনা সংগ্রহ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৬:১০ পিএম

কুমিল্লর ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের করোনাভাইরাসে আক্রান্ত যুবক (৩০) এর পরিবারের স্বজনদের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে আক্রান্ত যুবকের বাবা, মা, স্ত্রী ও ওই পরিবারের ৩জন শিশুসহ ৬জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। সংগ্রহকৃত রক্তের নমুনা একইদিন কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন জানান, গত ১১ এপ্রিল করোনা আক্রান্ত যুবক (৩০) এর নমুনা সংগ্রহ করে কুমিল্লা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। গতকাল ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে গাজিপুর জেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পোষাক শ্রমিক হিসেবে চাকরি করেন। ১০ এপ্রিল তিনি নিজ এলাকা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকায় আসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে যাতায়াতের ৩টি রাস্তাসহ ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। অবস্থা গুরুতর না হওয়ায় তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তাদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল হাতে এলে নিশ্চিত হওয়া যাবে ওই পরিবারে আর কেউ করোনায় আক্রান্ত হয়েছে কি না।
তিনি আরো জানান, করোনায় আক্রান্ত যুবকের পরিবারে আগামী ১০ দিনের খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে কোন প্রকার খাদ্য সহায়তা ও চিসিৎসা সেবার প্রয়োজন হলে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মোবাইলে জানাতে। এর আগে ব্রাহ্মণপাড়া উপজেলায় কেউ করোনাভাইরাস শনাক্ত হয়নি এই যুবক (৩০) প্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তি।
নমুনা সংগ্রহকারী টিমে ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শঙ্খজিৎ সমাজপতি, ডাক্তার মবিন ইমতিয়াজ, ডাক্তার তোফায়েল আহাম্মেদ ভূইয়া সহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ