বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কা্র্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের হোসেন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩শ জন কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে। তিনি জানান, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের আওতায় ইউনিয়ন পর্যায়ে সার ও বীজ পৌছে দিয়ে কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।সকালে উপজেলার ৫ জন কৃষকের একটি দলের মধ্যে সার ও বীজ তুলে দিয়ে কর্য়ক্রমের উদ্বোধন করা হয় বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।