Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাবীহ নামাজ ঘরে পড়ার আহ্বান আহলে সুন্নাত ওয়াল জমা’আতের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৬:০২ পিএম

করোনার দুর্যোগ মুহূর্তে স্বীয় জীবন রক্ষায় মুসল্লিদেরকে রমজানুল মোবারকে পাঞ্জেগানা নামাজের সুন্নাত-নফলের ন্যায় তারাবীহ ঘরে আদায় করার আহ্বান জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। আজ বুধবার এক বিবৃতিতে আহলে সুন্নাতের নেতৃবৃন্দ বলেন, মাহে রমজানে এশার নামাযের পর বিশ রাকাত নামাজে তারাবীহ স্বীয় মহল্লার মসজিদে জাম‘আত সহকারে আদায় করা সুন্নাতে কেফায়া। ঘর বা বাসায় আদায় করলে কেউ গুনাহগার হবে না।

ওলামায়ে কেরামগণ বলেন, ঘরে খতমে তারাবীহ আদায় করতে না পারলে সুরা তারাবীহ পড়লেও সুন্নাত আদায় হয়ে যাবে। তদুপরি প্রত্যেক মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেমসহ দায়িত্ববান কয়েকজন এশার নামাযের পর মসজিদে বিশ রাকাত তারাবীহ, বিতরসহ জমাতে আদায় করতে পারে বাকি এলাকাবাসী ঘরে বা বাসায় আদায় করবে। এটাই ইসলামি শরীয়ত অনুযায়ী নিরাপদ।

বিবৃতিদাতারা হলেন- আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফী ও আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী, হাফেয মোহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, মহাসচিব মাওলানা সৈয়দ মসিহুদ দৌলা, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, নির্বাহী সচিব উপাধ্যক্ষ মুফতি মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, ঢাকা মুহাম্মদপুর ক্বাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আযহারী, আহলে সুন্নাত ওয়াল জম‘আতের মুখপাত্র এডভোকেট মোহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ