Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় লকডাউন ভাঙ্গার প্রতিযোগিতা চলছে

সামাজিক দুরত্ব না মানায় ঝুঁকি বাড়ছে

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৪:২১ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সতর্কতায় প্রশাসনের জারিকৃত লকডাউন ভাঙ্গার প্রতিযোগিতা চলছে। আজ বুধবার মঠবাড়িয়া পৌর শহরে সাপ্তাহিক হাটের দিন ছিল মানুষের উপচেপরা ভিড়। সামাজিক দুরত্ব না মানায় হুমকির মুখে করোনা সচেতনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। এখ নপর্যন্ত উপজেলায় একজন করোনা রোগি সনাক্ত হয়েছে এবং ৩ শতাধিক পরিবার লকডাউনের আওতায় আছে।

সাপ্তাহিক হাটে আগত লোকদের সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে হাট বসাবার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ি মাঠে হাট বসলেও সামাজিক দুরত্ব চরমভাবে লংঘিত হয়েছে। কাক ডাকা ভোরেই উপজেলার বিভিন্ন স্থান থেকে শাক-সবজি, তরকারি ও মাছ নিয়ে মাঠে আসতে থাকে লোকজন। সকাল ৮ টার মধ্যে মাঠ ভরে যায়। প্রশাসনের সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ যেন কেউই গায়ে মাখছে না।
পৌর শহর ছাড়া, উপজেলার হাট-বাজার গুলোতেও মানা হচ্ছে না লক ডাউন। গ্রামের হাট বাজার গুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। হাট-বাজার গুলোতে লকডাউন না মানার অন্যতম কারণ ইজারাদারদের দৌড়াত্ব।
এদিকে হাট-বাজার ছাড়া উপজেলার প্রবেশ পথ (জল ও স্থল) সমূহ দিয়ে প্রতিদিনই ঢুকছে করোনা কবলিত এলাকা নারায়নগঞ্জ, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা লোকজন। প্রবেশ পথে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারনে কৌশলে লোকজন ঢুকছে। প্রশাসন আগত লোকদের সনাক্তকরে কোয়ারেন্টাইনে পাঠাবার আগেই তারা লোকজনের সাথে মেলামেশা করে ঝুঁকির সৃষ্টি করছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড রিপন বিশ^াসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রশাসন এবং স্থানীয় জন প্রতিনিধিদেও সমন্বয় ছাড়া লকডাউন নিশ্চিত করা সম্ভব না। উপজেলার হাতে গোনা কয়েকজন জনপ্রতিনিধি ছাড়া অন্য কারো সহযোগিতা না পাওয়ায় লকডাউন নিশ্চিত করা যাচ্ছে না বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ