Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বিভাগে করোনা রোগী ৬১, মারা গেছেন ৭ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৩:১৩ পিএম

চট্টগ্রাম বিভাগে এ পর্যন্ত ৬১ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন সাত জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মাত্র একজন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ১৮ জন। এনিয়ে আইসোলেশনে যাওয়া মোট সংখ্যা ১০১ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন ৩৪ জন।
নতুন করে হোমকোয়ারেন্টাইনে গেছেন ৭৩৩ জন। মোট কোয়ারেন্টাইনে গেছেন ২০ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ১৬ হাজার ১০৫ জন। নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১৩৭ জন। এই পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ২১৮ জন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১ জনসহ রোগী সনাক্ত হয়েছে ২২ জন। এ পর্যন্ত মারা গেছেন, চট্টগ্রামে তিনজন, বি.বাড়িয়ায় দুই জন এবং নোয়াখালীতে একজন ও কুমিল্লায় একজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ