Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় সামাজিক দূরত্ব বজায় রেখেই স্কুল মাঠে বসানো হলো বাজার

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১:৫৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মানতে স্কুলের মাঠেই বসানো হয়েছে সাপ্তাহিক বাজার। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে করোনাকালীয় অস্থায়ী কাঁচাবাজার। সপ্তাহে প্রতিদিন সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতারা বেচাকেনা করতে পারবেন বলেন জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী।

উপজেলা সদরে অবস্থিত জয়কালী হাট অন্যতম এ অঞ্চলের বৃহৎ বাজার হওয়ায় স্থানীয়দের জন্য বাজারটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এ বাজারে ক্রেতাদের ভীড় বেশি। প্রশাসন চেষ্টা করেও করোনাভাইরাস প্রতিরোধে এই বাজারের সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেনা। তাই ভীড় এড়াতে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হয়েছে। এখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই লোকজন চলাফেরা ও কেনাকাটা করছেন। এছাড়াও দুপুরে বাজার পরির্দশনে যান উপজেলা প্রশাসন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারটিতে ক্রেতা সাধারণের ভীড় লেগেই থাকে। তাই জনসমাগম রোধে এ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সপ্তাহের প্রতিদিনই বাজার বসবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে এ ব্যবস্থা করা হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, করোনা প্রতিরোধে ভীড় এড়াতে আনোয়ারা জয়কালী হাট বাজার স্কুল মাঠে নিয়ে আসা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলেই এখানে ক্রেতা বিক্রতারা বেচাকেনা করছে। পর্যায়ক্রমে উপজেলার সববাজার বিভিন্ন স্কুল, কলেজ বা খোলা মাঠে নিয়ে আসার চেস্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ