বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের কারণে রাজধানী ডেমরার একটি বাসায় কাজের বুয়াকে গত ৫ মার্চ বিদায় করে দেয়া হয়। সঙ্গে অগ্রিম কয়েকমাসের বেতন দিয়ে বলা হয় যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সে যেন কাজে আসে।কয়েক দিন পর সেই বুয়া ফের ওই বাসায় আসলে তার মনিব জানতে চায়, কোনো টাকা পয়সা লাগবে কি না ? সেই বুয়া বাড়িওয়ালিকে বলেন, খালাম্মা আমরা যে চাল সাহায্য পেয়েছি, তাতে আমাদের তিন মাস চলবে। আপনারা চাল কিনতে পারেননি। কিছু মনে না করলে চাল লাগলে বলেন, আমাদের এত চাল লাগবে না। ওই বুয়ার স্বামী রিকসা চালায়।
বুয়ার এই কথায় চোখের পানি ধরে রাখতে পারেননি বাড়িওয়ালি। গরিব হলেও মানুষের মধ্যে মানুষের সম্পর্ক গড়ে ওঠে, মায়া মহব্বত সৃষ্টি হয়। তা থেকেই ওই বুয়া তার মনিবের জন্যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ছুটে এসেছেন জানতে যে, তাদের চাল লাগবে কি না।
করোনাভাইরাসের কারণে মসজিদে যাওয়া স্থগিত করা হয়েছে দেখে অনেকের মনে কষ্ট এমনকি কারো মনে ক্ষোভ জমছে। তারা যদি সূরা আল-বাকারাহ’র ১৭৭ থেকে ১৭৯ নম্বর আয়াত পড়েন তাহলে তাদের মনের এ ক্ষোভ থাকবে না। আল্লাহপাক বলেছেন, নামাজের সময় পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরানোতে তোমাদের জন্যে কোন পূণ্য নেই বরং পূণ্য তার, যে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ ও ঐশী গ্রন্থসমূহ এবং নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর সম্পদের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও যারা আত্মীয়-স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পথিক ও ভিক্ষুকদের এবং দাসত্ব মোচনের জন্যে ধন-সম্পদ দান করে ও নামাজ প্রতিষ্ঠাসহ যাকাত দান করে, আর ওয়াদা করলে তা পূরণ করে এবং যারা অভাব, বঞ্চনা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, এরাই ঈমানের দাবিতে কথায়, আচরণে ও বিশ্বাসে সত্যবাদী এবং এরাই ধর্মভীরু। (সূরা বাকারাহ : আয়াত ১৭৭)
অর্থাৎ আমরা জীবনের মানে বুঝে উঠতে না পারলে তা করোনাভাইরাসের চেয়েও খারাপ। জুম্মার নামাজ পর্যন্ত না পড়তে পেরে আমাদের অনেকের মন বেহাল হয়ে উঠেছে। এবার শবে বরাতে মসজিদ থেকে মাইকে হুজুরের আর্তনাদ গুমরে কেদেছে, হে আল্লাহ আমাদেরকে মসজিদে ফিরিয়ে নাও। কিন্তু মানুষ যদি মানুষের কাছে এই করোনাভাইরাসের সময় প্রয়োজনে যেতে না পারে তাহলে এই ইবাদতের কি মূল্য আছে। যেমন ডেমরা এলাকার ওই বুয়াটি তার মনিবের খোঁজে ছুটে গিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।