বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ১১ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
এছাড়া জেলার বাইরে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার এক ব্যক্তির নমুনায়ও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
মঙ্গলবার রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি বলেন, ১১৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ১১ জন চট্টগ্রামের, এক জন নোয়াখালী জেলার। চট্টগ্রামে একদিনে এতো বেশী রোগী সনাক্ত হওয়ার ঘটনায় উৎকন্ঠা বাড়ছে।
এ পর্যন্ত চট্টগ্রামে ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে ২৭ জন, লক্ষ্মীপুর জেলায় দুই জন এবং নোয়াখালী জেলায় এক জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রামে মারা গেছেন তিন জন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।