প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘আই অ্যাম সুপ্রিম! আমার অনেক টাকা আছে! এ সব টাকা, ক্ষমতা কিচ্ছু না, বুঝিয়ে দিলো এই মহামারি করোনা, এই নববর্ষ। আমি কাউকে দোষ দিচ্ছি না। আসলে পৃথিবীটা মেকানিক্যাল হয়ে গিয়েছিল। মানুষও সেই রকম জীবন কাটাচ্ছিল। ’- সম্প্রতি কলকাতার এক গণমাধ্যমে এমনটাই বলেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।
প্রসেনজিৎ বলেন, দু’জন আছেন। এক জন ঈশ্বর, অন্য জন প্রকৃতি। তাঁরাই পারবেন কিছু করতে। তবে আমরা অনেক সময় পাচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করার। আর প্রকৃতির প্রতিও অনেক অংশেই শ্রদ্ধা বেড়ে গিয়েছে আমাদের।
পহেলা বৈশাখের অনুভূতি ব্যক্ত করে প্রসেনজিৎ বলেন, মনেই হচ্ছে না আজ পহেলা বৈশাখ! আজ নতুন জামার গন্ধ নেই। নেই আনন্দের হাসিও। পাঞ্জাবি আর শাড়িরা আজ গৃহবন্দি। খুব খারাপ লাগছে। কিন্তু এটাই জীবন। তবে এটা সত্যি আমরা যদি ঠিক থাকি। সচেতন থাকি তবে নিশ্চয়ই পরের পহেলা বৈশাখে উল্লাস করে কাটাতে পারব।
প্রসঙ্গত, করোনার তান্ডবে ভারতে চলছে টানা ২১ দিনের লকডাউন। কিন্তু দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।