Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম থেকে খাবার যাচ্ছে মালদ্বীপে

কর্মহীন প্রবাসীদের কষ্ট লাঘবে বিশেষ উদ্যোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৮:৫১ পিএম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনের মধ্যে মালদ্বীপে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশীদের জন্য খাবার পাঠানো হচ্ছে। চাল, ডাল, সবজিসহ প্রায় ১০০ টন খাবার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর
একটি জাহাজ সে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে ।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন সরকারের পক্ষ থেকে নৌবাহিনীর কাছে এসব খাবার হস্তান্তর করেন। নৌবাহিনীর বানৌজা ‘সমুদ্র অভিযান’ জাহাজে করে এসব খাবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে পৌঁছে দেওয়া হবে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, সবজি, সাবানসহ প্রায় ৩০ লাখ টাকার খাবার কেনা হয় মালদ্বীপে খাদ্য সংকটে থাকা প্রবাসীদের জন্য।
মঙ্গলবার নৌবাহিনীর কাছে এসব খাবার হস্তান্তর করা হয়েছে।

নেভাল স্টোর ডিপোর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন জানান, জেলা প্রশাসনের কাছ থেকে খাবার বুঝে নেওয়ার পর মালদ্বীপ যাত্রার প্রস্তুতি নিচ্ছে বানৌজা ‘সমুদ্র অভিযান’ সংশ্লিষ্টরা। বুধবার সকালে মালদ্বীপের উদ্দেশ্যে বানৌজা ‘সমুদ্র অভিযান’ চট্টগ্রাম ছেড়ে যাবে। ৫-৬ দিনের মাথায় জাহাজটি মালদ্বীপ পৌঁছাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালদ্বীপে প্রায় ৬০ থেকে ৭০ হাজার অভিবাসী বাংলাদেশি কর্মী আছেন। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে তারা মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন। এই কষ্ট লাগবেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব খাবার পাঠানো হচ্ছে ।



 

Show all comments
  • মোহাম্মদ আবুল হাশেম ১৪ এপ্রিল, ২০২০, ১০:৫৪ পিএম says : 0
    বাংলাদেশ সরকার অত্যন্ত মহৎ কাজ করেছেন| ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • Faruq ahmed ১৫ এপ্রিল, ২০২০, ৮:৪৬ এএম says : 0
    এই মানবিক সাহায্যের জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Mohammad Alam ১৫ এপ্রিল, ২০২০, ১০:০৮ এএম says : 0
    মানবিকতার পরিচয়
    Total Reply(0) Reply
  • Mohammad ১৫ এপ্রিল, ২০২০, ১০:৪১ এএম says : 0
    excellent decision.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ