বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদেশ ফেরত ২২২ প্রবাসি হোম কোয়ারেন্টাইন পালন করছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য এ তথ্য নিস্চিত করে বলেন এ পর্যন্ত বিভিন্ন দেশ ফেরত ২২২ জন প্রবাসিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এদের মধ্যে ৬১ জন বর্তমানে পালন করছেন এবং বাকিরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পালন করে রিলিস হয়েছেন এদিকে এ পর্যন্ত ২৬ জনের নমুনা পরিক্ষায় কারো শরীরে করোনার উপস্হিতি পাওয়া যায়নি। অপর দিকে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনির সদস্যদের সম্বনয় খুজে খুজে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসিদের হোম কোয়ারেন্টাইন পালন করতে বাধ্য করছি এবং তারা সঠিক ভাবে পালন ও সামাজিক দুরত্ব্য বজায় রাখছে কিনা তার খোজখবর রাখছি, তবে এখন পর্যন্ত এ উপজেলায় কারো মধ্যে করোনা ভাই রাসের সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে করোনা আতংকে কেউ ঘরের থেকে বের হচ্ছেনা, সবাই সরকারের নির্দেশ অনুযাই ঘরে অবস্হান করছেন। এ উপজেলার সমস্ত হাট- বাজার দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে,যানবাহন চলাচল বন্ধ রয়েছে, রাস্তা-ঘাট ফাকা হয়েগেছে,খেটে খাওয়া শ্রমজীবি হাজার হাজার মানুষ বেকার হয়ে মানবেতর জিবনযাপন করেছেন। সরকারি ভাবে গৃহবন্ধী সাধারণ পরিবারে যে সাহায্য দেয়া হচ্ছে তাতে চাহিদা মিটছেনা দেখা দিয়াছে খাদ্য সংকট। মানুষেের মধ্যে সর্বদা বিরাজ করছে করোনা আতংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।