Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত অন্য একজনের মৃত্যু, নতুনসহ মোট আক্রান্ত ২৪

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৬:৩৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত অন্য একজন রোগীর মৃত্যু হয়েছে। তিনি আজ মঙ্গলবার(১৪এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নিহত ব্যক্তির নাম মোঃ আব্দুর রাজ্জাক(৮০)। তাকে গত ৮এপ্রিল শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া বেগুন বাড়ি এলাকা থেকে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর আগে আগানগর ইউনিয়নের এক করোনা রোগী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এদিকে আজ শুভাঢ্যা ইউনিয়নের জিয়া নগর এলাকার এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫বছর। তাকে দুপুরের দিকে তার বাড়ি থেকে তাকে স্বাস্থ্য কর্মীরা উদ্ধার করে রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এ নতুন রোগী নিয়ে এখন করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িছে ২৪জনে। গত ৫এপ্রিল জিনজিরা মডেল টাউনে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়। ১০দিনের ব্যবধানেই করোনা রোগীর এ সংখ্যা দাঁড়িছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ