Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাদের উপর ক্ষেপলেন ফারাহ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৬:১৪ পিএম

বর্তমান বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনা। এ ভাইরাসে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাল মিলিয়ে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। এর মহামারি ঠেকাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। এ পরিস্থিতিতে বলিউড তারকাদের অনেকে বাড়িতে ওয়ার্কআউট করে তাদের সেই ভিডিও পোস্ট করছিলেন। তাতে রীতিমতো রেগে আগুন হয়েছিলেন পরিচালক ফারাহ খান।

অভিনেত্রী দীপিকা পাডুকোনও ওয়ার্ক আউট করে ভিডিও পোস্ট করেন। তাই ফারাহর এই মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, শরীরচর্চা করলে তিনি ও রণবীর সিং সারাদিন ভালো থাকেন।

দীপিকার এই মন্তব্যের পরে ফারাহ দুঃখপ্রকাশ করে বলেন, যারা ভয় পেয়ে গিয়েছিলেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি জানি আমি বেশি বলেছি। প্লিজ ওয়ার্কআউট করুন।

ফারহা আরও বলেন, আমাদের ইন্ডাস্ট্রির এমনিই খুব ভালো ভাবমূর্তি নেই। অনেকেই নিজের মতো করে সাহায্য করলেও এই ইন্ডাস্ট্রিকে আত্মকেন্দ্রিক ভাবা হয়। জিম বন্ধ হয়ে গেছে, কী হবে! এটা কোনও সমস্যা নয়। বরং ভাবো কিছু মানুষের মুখে খাবার কী ভাবে তুলে দেবে। আমার ১২ বছরের মেয়ে রাস্তার অবলা প্রাণীদের খাওয়াচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ