Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রামগড়ে দুর্গম পাহাড়ের জনগন প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ

রামগড়(খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৬:০৫ পিএম

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া জনগণের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনার অংশ হিসেবে পহেলা বৈশাখের প্রথম প্রহরে রামগড় উপজেলাধীন দুর্গম পাহাড়ের এলাকাগুলোতে হাতে হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ।

সকালে উপজেলার ২নং পাতাছড়া ইউপির তৈচাকমা, গুজা পাড়া, বেলছড়ি,তৈছাগারা, গৈয়া পাড়া, শালদা ও বালুখালীর দুর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী প্রায় ৩শতাধিক পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

এসময় অন্যান্যদের মধ্যে রামগড় থানার অফিসার ইনচার্জ সামসুজ্জামান, তথ্য অফিসার বিশ্ব নাথ মজুমদার, ২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন- সাধারন সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ স্বস্ব ওয়াডের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা জানান- স্থানীয় জনপ্রতিনিধিদের কাজ থেকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেয়ে কর্মহীন হয়ে পড়া নারী-পুরুষরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ প্রতিনিদিকে বলেন, করোনা মোকাবেলা কর্মহীন হয়ে পড়া জনগনের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত উপহার যথাসময়ে হাতে হাতে পৌছে দিতে আমরা বদ্ধপরিকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ