Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় পথ শিশুদের মাঝে মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজার,খাবার বিতরন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৩:৩৬ পিএম | আপডেট : ৩:৪৫ পিএম, ১৪ এপ্রিল, ২০২০

বাংলা শুভ নববর্ষে দক্ষিণ আইচা থানা এলাকায় দুই শতাধিক পথ শিশুদের মাঝে করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক হেন্ড স্যানেটাইজার ও খাবার প্যাকেট বিতরন করেছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারন সম্পাদক ইয়াসিন মোহাম্মদ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রাদুর্ভাবে এ বছরে বাংলা নববর্ষের সকল আয়োজন বন্ধ। সরকারের কর্মহীন দরিদ্র পরিবারে খাবার বিতরন স্বাস্হ্য সচেতনতায় মাস্ক, স্যানেটাইজার বিতরন করলেও পথশিশুরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বন্চিত থাকে। তাই তাদের কে জাতীর মহাদূর্যোগে কোনভাবে সহযোগিতার উদ্যোগ নেন কেন্দ্রীয় এই নেতা।
গতকাল সকাল ১১ টায় পথ শিশুদের মাঝে এসব বিতরন কালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারন সম্পাদক ইয়াসিন মোহাম্মদ ইনকিলাবকে বলেন,দুই শতাধিক পথশিশুদের জন্য আমি ব্যক্তিগত ভাবে নববর্ষে একবেলা ভাল খাবার,করোনা ভাইরাসের সংক্রমন হতে রক্ষায় মাস্ক ও হাতে ব্যবহারে সাবান হেন্ড স্যানেটাইজার বিতরন করি।বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা থেকে পথ শিশুরা খাবারসহ স্বাস্হ্য সহায়ক সামগ্রী পেয়ে তারা খুব খুশি। করোনা মহামারির দূর্দিনে সমাজের অবহেলিত ক্ষুধার্থ এসব পথশিশুদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ