বান্দরবানের লামায়
করোনার উপসর্গ নিয়ে আমির হোসেন (৪০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যু সংবাদ পাওয়া মাত্র লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক এর নের্তৃত্বে একটি মেডিকেল টিম ঘটনা স্থলে গিয়ে রোগীর যাবতীয় তথ্য নেন। এবং তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জনাব মংসাইচিং মার্মা পরিবারের সকল সদস্যদের কাছ থেকে নমূনা সংগ্রহ করেন।উপজেলা প্রশাসন পূরো এলাকাটি লক ডাউন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো. রিজওয়ানুল ইসলাম, লামা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, শাকেরা বেগম সহ প্রমূখ।