Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাপক বৃদ্ধি ঘটছে সিলেটে হোম কোয়ারেন্টিনের সংখ্যা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১:১৯ পিএম

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আরো ৪৯৪ জনকে নেয়া হয়েছে । যেখানে গত সপ্তাহে এ সংখ্যা বলতে গেলে শূন্যের কোটায় চলে আসছিল। হঠাৎ করে এ সংখ্যা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে এই সপ্তাহে । এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৯১, সুনামগঞ্জে ১৬৮ জন, হবিগঞ্জে ১৪০ এবং মৌলভীবাজারে ৯৫ জন রয়েছেন। এরআগে সোমবার হোম কোয়ারেন্টিনে নেয়া হয় ৬৮২ জনকে, রবিবার নেয়া হয় ২৯১ জনকে এবং শনিবার নেয়া হয়েছিল ৭০ জনকে। আর এই ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৭ জনকে। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে রয়েছেন।সিলেটে ৩ জন এবং সুনামগঞ্জের ১৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ