Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরবাসী আতংকগ্রস্ত, এক ইউনিয়নে তিন জেলার ৪৮জন বহিরাগত ঢুকে পড়েছে

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১২:৪৯ পিএম

টাঙ্গাই‌লের সখিপুর উপ‌জেলার শুধুমাত্র ৮নংবহুরিয়া ইউনিয়নেই গত ক‌য়েক‌দি‌নে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থে‌কে বিভিন্ন পেশার ৪৮ জন মানুষ ঢুকে প‌ড়েছেন। ইউনিয়ন‌টি গাজীপু‌রের সীমান্তবর্তী হওয়ায় কো‌নোভাবেই ব‌হিরাগত‌দের প্র‌বেশ ঠেকা‌নো যা‌চ্ছে না। প্র‌বেশ সড়কগু‌লো‌তে বাঁ‌শ দি‌য়ে প্র‌তিবন্ধতা তৈরী কর‌লেও রা‌তের আঁধা‌রে পা‌য়ে হে‌ঁটে ওই ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন গ্রা‌মে লোকজন প্র‌বেশ কর‌ছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে। তা‌দের হোম কোয়া‌রে‌ন্টাইনের নি‌র্দেশ দেওয়া হ‌লেও তা মানা হচ্ছে না। আবার অনেকেই নিত্য দিনের মতই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন হাট-বাজারে।ফলে সখিপুরবাসী করোনা ভাইরাসের আতংকে রয়েছে।

ইউনিয়ন প‌রিষ‌দের তথ্যম‌তে, গত কয়েক দিনে নারায়ণগঞ্জ থেকে তিনজন, ঢাকা থেকে ১৯জন ও গাজীপুর থেকে ২৬জন ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন গ্রা‌মে ঢুকেছে। এদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাই‌নে থাকতে বলা হয়ে‌ছে। ইউনিয়‌নের স্বেচ্ছ‌সেবক ক‌মি‌টি তা‌দের নিয়মিত খোঁজ খবর রাখ‌ছে। অধিকাংশই নিষোধাজ্ঞা অমান্য করছে।

ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন বলেন, গত মঙ্গলবার চতলবাইদ গ্রামের আবু সাঈদ নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছে। তিনি হোম কোয়ারেন্টাইন না মেনে কালিদাস ও চতলবাইদ বাজারে অবাধে ঘুরে বেড়াচ্ছে। প‌রে বিষয়‌টি চেয়ারম্যান‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।
বহু‌রিয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান গোলাম কিব‌রিয়া সে‌লিম বলেন, আমার ইউ‌নিয়নের স‌ঙ্গে গাজীপু‌রের সীমানা। নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে মানুষ পা‌য়ে হে‌ঁটে এলাকায় ঢু‌কে পড়ে, এ ্র্ এখন‌তো আর সীমানায় কাঁটাতা‌রের বেড়া দেওয়া সম্ভব নয়। ত‌বে উপ‌জেলা প্রশাসন থে‌কে বলা হ‌য়ে‌ছে- কেউ হোম কোয়া‌রে‌ন্টাইন না মান‌লে তা‌কে ধ‌রে এ‌নে সরকা‌রি মু‌জিব ক‌লে‌জে স্থা‌পিত প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রে‌ন্টাই‌নে রাখা হ‌বে।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীনুর আলম বলেন, ই‌তোম‌ধ্যে ওই ইউনিয়ন থেকে ৩ জ‌নের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ‌দের ম‌ধ্যে এক ম‌হিলার গলায় টন‌সি‌লের ব্যথা ও জ্বর র‌য়ে‌ছে। তিনি গাজীপুর থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন।তবে এখনো সখিপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ