Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে ভাসমান প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন ইউনিট উদ্বোধন

পটুয়াখালী-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এ,আর খান -১

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১২:৩৫ পিএম | আপডেট : ২:৩৫ পিএম, ১৪ এপ্রিল, ২০২০

নদীমাতৃক পটুয়াখালী জেলার জনসাধারনকে করোনার প্রভাব থেকে নিরাপদ রাখার লক্ষে,চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নৌ-পথে আগত যাত্রীদের কোয়ারেইন্টাইন যথাযথভাবে নিশ্চিতের জন্য ভাসমান প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন ইউনিট হিসেবে পটুয়াখালী-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এ, আর, খান-১ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী আজ সকাল ১১ টায় পটুয়াখালী নদীবন্দরে এ ভাসমান কোয়ারেইন্টাইন ইউনিট এর উদ্বোধন করেন । উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হেমায়েতউদ্দিন ,বন্দর কর্মকর্তা সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান। পরে জেলা প্রশাসক লঞ্চের ভাসমান কোয়ারেইন্টাইন ইউনিটের নিয়োজিত মেডিক্যাল অফিসার ডা: সঞ্জয় পাইকের কাছে পিপিই,মাস্ক ,হ্যান্ড সেনিটাইজার সহ প্রয়োজনীয় সরঞ্জমাদি হস্তান্তর করেন।
উল্লেখ্য গত ১২ এপ্রিল পটুয়াখালী জেলার সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স কালে এ ভাসমান কোয়ারেইন্টাইন ইউনিটের কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন জেলা প্রশাসক ।
ভাসমান প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন ইউনিট হিসেবে এ আর খান-১ লঞ্চে, ৪০ টি ডাবল,এবং ৩৮ টি সিংগেল কেবিন রয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ