Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নাচোলে এমপির ব্যক্তি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১২:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এমপির ব্যক্তি উদ্যোগে কর্মহীন পেশাজীবীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। দলীয় সেচ্ছাসেবকদের তদারকিতে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওয়ার্ডভিত্তিক প্রত্যেক পরিবার থেকে তালিকাভুক্ত ১হাজার ৫শ’ কর্মহীন পেশাজীবীর মাঝে বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাউল বিতরণ করা হয়। করোনাভাইরাস সংক্রমন রোধে জাতীয় স্বার্থে সামাজিক ও মানুষের জীবন যাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, গণপরিবহন, দোকান-পাট, হাট-বাজার ও শিল্পকারখানা। ফলে কর্মহীন হয়ে পড়েছে ছিন্নমূল এবং শ্রমিক ও পেশাজীবীরা। এ পরিবর্তিত পরিস্থিতিতে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে বিনামূল্যে খাদ্যপণ্য বিতরণ করছেন। এলক্ষ্যে ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে ৯টায় উপজেলার ২ নং ফতেপুর ইউপির ৮নং ওয়ার্ড এলাকা মির্জাপুর গ্রাম ও ৩নং নেজামপুর ইউনিয়নের বিনোদবিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ার তালিকাভুক্ত কর্মহীনদের মাঝে ১০ কেজি চাউলের প্যাকেট তুলে দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন এমপি আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হোদা, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাদির আহম্মেদ ভুলু , বিআরডিবির চেয়ারম্যান গোলাম মোস্তফা, নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলি, নাচোল উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজা ও যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ