Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত খাবার বিতরণ অব্যাহত

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১২:০২ পিএম

নিজে ঘরে থাকুন অন্যকে ঘরে থাকতে বলুন, খাবার ঘরে পৌঁছে দিব আমরা। শুধু মোবাইল করবেন আমাদের হট লাইনে। যতই দিন যাচ্ছে ততই করানোর ভাইরাসের দুর্যোগে ভয়াবহতা বাড়তে জনগণের মাঝে। বাংলাদেশ সরকার এই দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা নিষেধাজ্ঞা ও দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছেন।

এই করুণ দুর্যোগের সময় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষদের মাঝে খাদ্যশস্য দিয়ে সহযোগিতার হাত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিভিন্ন রানৈতিকদল, সমাজসেব, পেশাজীবি সংগঠন খাবার বিতরণ করছেন।

এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জিসান এন্টারপ্রাইজ এর পক্ষ হতে গোদাগাড়ী এলাকার দিনমজুর খেটে খাওয়া দুস্থদের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু ১কেজি ডাউল, ১লিটার তে,, একটি করে সাবান সাবান বিতরণ করে। আজ প্রায় ১০০ জনের মাঝে এই খাদ্যশষ্য তুলে দেন।

গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এই মুহূর্তে আমার মতনই ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় এগিয়ে আসলে অনেক মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করে।। এছাড়াও তিনি বলেন দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণে নানা অনিয়মের চিত্র দেখতে পাচ্ছি তবে আমি আমার জায়গা হতে গোদাগাড়ী উপজেলার কোথাও কোন ত্রাণ অনিয়ম ও দুর্নীতি করতে দেব না এটা নিজে আপ্রাণ চেষ্টা করব বলে মন্তব্য করেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলে, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাওসার মাসুম. রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোকাম্মেল হোসেন, গোদাগাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাতেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ