Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চাঁদপুরে ২ দিনে ৬০জনের নমুনা সংগ্রহ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১০:৩৫ এএম

দেশে করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর মাসাধিকাল ধরে চাঁদপুর জেলায় যতজন সন্দেহভাজন লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে গত ২ দিনে তার চেয়ে বেশি সংখ্যক নমুনা সংগ্রহ হয়েছে। গত এক মাসেরও বেশি সময়ে মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪৯জনের। রোববার ও সোমবার সংগ্রহ করা হয়েছে ৬০জনের নমুনা। ব্যাপক হারে নমুনা সংগ্রহ ও করোনা টেস্টকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ, এতে প্রকৃত অবস্থা জানা সহজ হবে এবং কেউ আক্রান্ত থাকলে তার মাধ্যমে সংক্রমণ রোধ করা যাবে। আবার করোনা উপসর্গ থাকা বেশি লোকের উপস্থিতি পরিস্থিতির অবনতির আভাস দিচ্ছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ইতিপূর্বে পাঠানো ৪৯জনের নমুনা টেস্টের রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে ৪জন করোনায় আক্রান্ত। বাকীদের শরীরে করোনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখন ৬০জনের সংগৃহীত নমুনার রিপোর্টের জন্য অপেক্ষা। এর মধ্যে ২৬জনের নমুনা সোমবার পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাঠানো হবে গতকাল সংগ্রহ করা ৩৪জনের নমুনা। সোমবার’ই এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ-কালের মধ্যে ২৬টি নমুনার ফলাফল পাওয়া যেতে পারে।

এদিকে চাঁদপুরের সিভিল সার্জন অফিস সোমবার রাত পর্যন্ত ৪জনের করোনা পজেটিভ রিপোর্ট হাতে পেলেও আইইডিসিআর’র ওয়েবসাইটে চাঁদপুর জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা উল্লেখ রয়েছে ৬জন। সিভিল সার্জন ডা. মোঃ সাখায়াত উল্লাহ জানান, সোমবার আর কোনো নমুনা টেস্টের রিপোর্ট আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ