বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন প্রাইম হাসপাতালকে ১৪দিনের লকডাউন করা হয়েছে। হাসপাতালটিতে ২দিন চিকিতসাধীন থাকাকালে একজন করোনা রোগী মারা যাবার পর প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের অধিবাসী ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) গত ৫ এপ্রিল চিকিতসার জন্য প্রাইম হাসপাতালে ভর্তি হন এবং একই দিনে সন্ধায় হাসপাতাল ত্যাগ করেন। পরবর্তীতে গত বুধবার মোরশেদ আলম নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। কিন্তু বৃহস্পতিবার সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিতসার জন্য ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
পরে তার করোনা উপসর্গ পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে। একই দিন বিকালে প্রশাসন সোনাপুরস্থ মোরশেদ আলমের বাড়ি লকডাউন ঘোষণা করেন।
মোরশেদ আলম প্রাইম হাসপাতালে কয়েকঘন্টা চিকিতসাধীন ছিলেন। তাই উক্ত হাসপাতালে করোনা উপসর্গ থাকতে পারে এমন সন্দেহে এটিকে ১৪দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। নোয়াখালী সিভিল সার্জন বিষয়টি স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।