Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিক দ্বীপবাসীর শান্তিতে নোবেল পাওয়ার পক্ষে ৫ লাখেরও বেশি স্বাক্ষর

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপের অভিবাসী সংকটে সহায়তার জন্য এগিয়ে আসায় গ্রিক দ্বীপবাসীর ২০১৬ সালে শান্তিতে নোবেল পাওয়ার পক্ষে এক অনলাইন আবেদনে পাঁচ লাখেরও বেশি লোক স্বাক্ষর করেছে। নোবেল মনোনয়নের আবেদন জমা দেয়ার শেষ তারিখ সামনে রেখে বিশ্বের কয়েকটি স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরাও একই ধরনের উদ্যোগ নেন। এতে সমর্থন দেন এমপি, শিল্পী, রাজনীতিবিদ ও গ্রিক সংবাদমাধ্যম। এছাড়া বিখ্যাত কয়েকজন গ্রিক ব্যক্তিও পেনশনভোগী এমিলিয়া ক্যামভিয়াস (৮৫) ও জেলে স্ট্রেইটস ভেলিয়ামস (৪০) এবং অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানদনের শান্তিতে নোবেল পাওয়ার পক্ষে নোবেল কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন। অভিবাসী সংকটে অবদান রাখার জন্যে ইতোমধ্যে এমিলা ক্যামভিয়াস ও স্ট্রেইটস ভেলিয়ামস স্থানীয়ভাবে বিখ্যাত হয়ে গেছেন। এদিকে অভিবাসী সংকট নিয়ে স্বেচ্ছায় কাজ করতে সারানদন লেসবস দ্বীপে যান। গ্রিনিচমান সময় ২১০০ (জিএমটি) পর্যন্ত আবেদনে স্বাক্ষরকারীর সংখ্যা দাঁড়ায় ৫ লাখ ৯৭ হাজার ৬শ’ ৯৭ জন। আবেদনে বলা হয়, ইজিয়ান সাগরের গ্রিক দ্বীপপুঞ্জের অধিবাসীরা নিজেদের বহু বছরের আর্থিক সংকট সত্ত্বেও সিরিয়ার বাস্তুচ্যুত শরণার্থীদের সহায়তায় সম্ভাব্য সবকিছু করেছে এবং এখনও করছে। সুতরাং তাদের এ ত্যাগ কোনভাবেই উপেক্ষা করা উচিত নয়। কারণ তারা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গ্রিক পার্লামেন্টের প্রেসিডেন্ট নিকোস ভাইতসিসও গ্রিক দ্বীপবাসীর মনোনয়নের পক্ষে সমর্থন দিয়েছেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিক দ্বীপবাসীর শান্তিতে নোবেল পাওয়ার পক্ষে ৫ লাখেরও বেশি স্বাক্ষর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ