Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধাক্কা খেল ‘মিনি আইপিএল’

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যা চায়, আইসিসি সে আবদার ফেলতে পারে না বলেই এতদিন দেখে এসেছে অন্য ক্রিকেট বোর্ডগুলো। এবার কিছুটা ভিন্নরূপ দেখলো বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মোড়লেরা। অনেক দিন পর বিসিসিআই’র কোনো প্রস্তাব বিরোধিতার মুখে পড়ল আইসিসিতে! ভারতীয় সংবাদমাধ্যগুলোর খবর যদি সঠিক হয়, তবে স¤প্রতি অনুষ্ঠিত আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের ‘মিনি আইপিএল’ প্রকল্প বড়সড় ধাক্কাই খেয়েছে। ক্ষুদ্র পরিসরের সবচাইতে বড় আসর আইপিএলের ধুমধাড়াক্কা সাফল্যের কারণে প্রস্তাবিত মিনি আইপিএলের বিরোধিতা করেছে বাকি দুই মোড়ল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিক্রেট বোর্ড। মিনি আইপিএল আয়োজনের প্রস্তাবটি বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের একান্ত নিজস্ব হওয়ায় এই বিরোধিতা ঠাকুরকে আইসিসিতে বিব্রত করেছে বলেই মনে করছে গণমাধ্যমগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধাক্কা খেল ‘মিনি আইপিএল’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ