বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এক প্রসূতির দেহে মিলেছে করোনার উপস্থিতি। এ প্রেক্ষিতে ওই ওয়ার্ডে চিকিৎসা সেবায় দায়িত্বরত ১৯চিকিৎসক সহ ৪৪ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। এদের কেউ করোনাক্রান্ত হয়েছেন কিনা, তা নিশ্চিতে শরীরের নমুনা পরীক্ষার (স্যাম্পল টেস্ট) সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় আজ জানান, নিরাপত্তা সর্তকতায় ১৯ জন চিকিৎসক, ১৪ জন সেবিকা ও অন্যান্য ১১ জন স্টাফকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। তাদের শরীরের নমুনা পরীক্ষা করা হবে, করোনা পরিস্থিতি নিশ্চিতে। ইতিমধ্যে এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালে গঠিত বোর্ড। শুক্রবার সুনামগঞ্জের সদরের এক নারী সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন ওসমানী হাসপাতালে। আজ সোমবার ওই প্রসূতির দেহে করোনা সনাক্ত হওয়ায়, তার সংস্পর্শে যাওয়া হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান সহ ৪৪ জনের তালিকা পেয়েছেন কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।