Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাত ভেন্যুতে আপত্তি ক্লাবগুলোর

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগেই ঘোষণা ছিল ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর আসন্ন জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (জেবি বিপিএল) ভেন্যু বাড়বে। রাজধানী ঢাকাসহ দেশের সাতটি ভেন্যুতে এবার বিপিএলের নবম আসরের খেলা অনুষ্ঠিত হওয়ার খবরে শুরুতে আপত্তি তুলেনি ক্লাবগুলো। কিন্তু লিগ যখন দ্বারপ্রান্তে, তখনই বেকে বসেছে তারা। ২৪ জুলাই চট্টগ্রামে পর্দা উঠছে জেবি বিপিএল’র। ইতোমধ্যে লিগের ফিকশ্চারও তৈরি হয়েছে। অথচ ক্লাবগুলো এখন সাত ভেন্যুতে খেলতে নারাজ। তারা ভেন্যু কমানোর জন্য লিগ কমিটির কাছে দাবি তুলেছে। গতকাল বাফুফে ভবনে লিগ কমিটির জরুরি সভায় এ দাবি তুলে তারা। ক্লাবগুলোর এ দাবির মুখে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সভা। আজ পুনরায় সভা ডেকেছে লিগ কমিটি। এ সভায় ভেন্যু ও নতুন সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
কালকের সভা শেষে শেখ জামালের প্রতিনিধি আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। সাত ভেন্যুতে খেলতে যেসব সমস্যা হবে সেগুলো আমরা আজকের (গতকালের) সভায় তুলে ধরেছি। ভেন্যু কমানোর জন্য বলেছি লিগ কমিটিকে। তারা আমাদের দাবির প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করে। আগামীকাল (আজ) এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানায় লিগ কমিটি।’ আরামবাগ ক্রীড়া সংঘের প্রতিনিধি একেএম মুমিনুল হক সাঈদ বলেন, ‘লিগ সাতটি ভেন্যুতে হলে বাজেট, খেলোয়াড়দের ইনজুরি, দীর্ঘ সময় পরে লিগ শেষ হওয়া এবং নিরাপত্তা এসব সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করি। যথাসময়ে বাফুফে লিগ আয়োজন করতে পারেনি সেটা তাদের সমস্যা। আমরা বাফুফের সূচি মেনে স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে খেলেছি। লিগও খেলব। তবে বর্তমান পরিস্থিতিতে সাতটি ভেন্যুতে খেলা আসলে বাস্তবসম্মত নয়। তাই আমরা ভেন্যু কমানোর দাবি জানিয়েছে। সবগুলো ক্লাবই এ দাবি জানিয়েছে।’ এ প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আসলে আমরা যখন সাত ভেন্যুতে খেলার সিদ্ধান্ত গ্রহণ করি কিংবা ফিকশ্চার তৈরি করি তখন গুলশানের ঘটনা ঘটেনি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালোই ছিল। এখন যেহেতু নিরাপত্তার বিষয়টি সামনে চলে এসেছে তাই কাল (আজ) আমরা সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাত ভেন্যুতে আপত্তি ক্লাবগুলোর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ